Ghanta Khanek Sange Suman: পাক-যোগের পর্দাফাঁস, পহেলগাঁওয়ে হামলার পিছনে পাকিস্তানই। পাক সেনার প্রাক্তন কমান্ডো মুসার নেতৃত্বেই পহেলগাঁওয়ে গণহত্যা। সেনার মুভমেন্ট জানতে ফোন! প্রকাশ্যে হামলার পর ISI এজেন্টদের অডিও টেপ। খুনিদের খোঁজে কাশ্মীরজুড়ে এই মুহূর্তে চলছে বড়সড় সেনা অপারেশন। স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠক, NSG, BSF, CRPF, SSB, অসম রাইফেলসের। তৈরি সেনা-বায়ুসেনা-নৌসেনাও, ফুটছে সীমান্ত, নিয়ন্ত্রণরেখায় তীব্র গুলির লড়াই। ওপরে জিপলাইন, নিচে গুলিতে লুটিয়ে পড়ছে রক্তাক্ত মানুষ। জিপলাইন অপারেটর-সহ ১৫০ স্থানীয়কে NIA-র জেরা। ফের হামলার আশঙ্কা? কাশ্মীরের ৪৮টা ট্যুরিস্ট স্পট বন্ধ করল প্রশাসন।